বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যতই আন্দোলন করো তাতে লাভ নেই। যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের বাইরে নির্বাচনের কোনো সুযোগ নেই। বিএনপিকে নির্বাচনে আসতে হবে। নির্বাচনে না আসলে তাদের অস্তিত্ব থাকবে না। তাদের আন্দোলন সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছেন।
শনিবার ১৪ অক্টবর দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অব্যাহত উন্নয়ন ও সাফল্যের ওপর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজ প্রতিবন্ধী, বয়স্ক ব্যক্তি, বিধবা ভাতা পাচ্ছেন। সব ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। সাধারণ মানুষ আজ নৌকা মার্কাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছেন।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বুড়ো, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিউর রহমান নবাব প্রমুখ। সভায় আগামী ২৯ অক্টোবর আওয়ামী লীগের মহাসমাবেশে বিপুল সংখ্যাক নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।