সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি ও উন্নত চিকিৎসার্থে বিদেশে প্রেরনের দাবিতে কেন্দ্র ঘোষিত অনশন কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৩ টায় বেউথা এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির। এসময় অন্যদের মধ্যে নুরতাজ আলম বাহার, এসএম ইকবাল হোসেন, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, শামীম আল মামুন, মোস্তাক আহমেদ দিপু, জিয়াউদ্দিন আহমেদ কবির, অ্যাডভোকেট জিএস জিন্নাহ খান, আব্দুল খালেক শুভ প্রমুখ বক্তব্য রাখেন।
জিন্নাহ কবির বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়ার সহধর্মিনী ও বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন মৃত্যু পথযাত্রী হয়ে বন্দি জীবন কাটাচ্ছেন। উন্নত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে দায়ভার হাসিনা সরকারকে নিতে হবে। তিনি সরকার পতন আন্দোলনের এক দফা দাবি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আফরোজা খান রিতা বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় চলমান সরকার পতনের এক দফা আন্দোলনের সকল কর্মসূচিতে মানিকগঞ্জের হাজার হাজার নেতা কর্মী সক্রিয়-স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত মানিকগঞ্জ জেলা বিএনপি রাজপথ ছাড়বেনা। ঐক্যবদ্ধ আন্দোলন- সংগ্রাম চালিয়ে যাবে।
রিতা বলেন, 'মাদার অফ ডেমোক্রেসী' খ্যাত বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সফল রাষ্ট্রনায়ক। তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে সারা জীবন কাজ করে গেছেন। যার ফলশ্রুতিতে তিনি বার বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আইনি বাধার অজুহাতে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো বিলম্ব করছে বর্তমান সরকার । দেশের জনগন তা বুঝতে পেরেছে। বিদেশে সমালোচনার ঝড় বইছে।
অনশনে জেলা বিএনপি'র সকল ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ২ ঘন্টা প্রতীকি অনশনের পর রিতা এবং জিন্নাহ'র নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।