‘অসমতার বিরুদ্ধে লড়াই করি’দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি' এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় দুর্যোগ দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ মাঠে মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়ের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্টিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওআইসিটি শুক্লা সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শরিফুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম।
এর আগে সচেতনামূলক ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রর্দশন করা হয়। শিক্ষার্থী অভিভাবক সহ সর্বস্তরের মানুষ এ সময় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।