আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন পরিষদে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ছোটভাকলা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
আরো উপস্থিত ছিলেন, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস পুরী, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড মেম্বার, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ সুধীসমাজের নেতৃবৃন্দ প্রমূখ। এসময় বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এ বছর সব ধর্মের মানুষের সহযোগিতায় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।