সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বেউথা এলাকায় কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালিত হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনা বর্তমান সরকারের অপকর্মের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট আজাদ হোসেন খান, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কাওসার, শামীম আল মামুন, কাজী মোস্তাক আহমেদ দিপু, জিয়াউদ্দিন আহমেদ কবির ও আব্দুল খালেক শুভ প্রমুখ। এর আগে রিতা ও জিন্নাহ'র নেতৃত্বে আন্ধারমানিক এলাকা থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
জিন্নাহ কবির বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কা জনক। বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত না হলে যেকোনো অঘটনের দায়ভার সরকারকে নিতে হবে। তিনি চলমান সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
আফরোজা খান রিতা বলেন, শেখ হাসিনা সরকার এদেশের গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এদেশের মানুষের মৌলিক-মানবাধিকার নিষ্পেষিত। আর্থ সামাজিক অবস্থা ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। এভাবে চলতে দেওয়া যায় না। রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দুর্নীতিবাজ, স্বৈরাচারী ফ্যাসিস্ট ও জালিম হাসিনা সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানের স্বপ্নের সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।
তিনি বলেন, এই দেশের মালিক ১৮ কোটি জনগণ। শেখ হাসিনা নয়। জনগন অচিরে এই সরকারের সকল অপকর্মের জবাব দেবে। কর্মসূচিতে জেলা-উওজেলা ও পৌর ইউনিটের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।