রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মানব পাচার মামলার আসামি মাদক কারবারি মো. খলিল শেখকে (৪০) ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বেথুরী ও বর্তমান ঠিকানা সামছু মাষ্টারের গ্রামের মৃত করিম শেখ এর ছেলে। রোববার (০৮ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
এর আগে শনিবার (০৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৯ টার দিকে আসামির বর্তমান ঠিকানার বসত ঘরের নিজের শয়ন কক্ষ থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২টি মাদক ও ১টি মানব পাচার মামলা আদালতে বিচারাধী রয়েছে বলেও জানা যায়।
এপ্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।