শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রাজবাড়ীতে আমাদের সময়ের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    রাজবাড়ী প্রতিনিধি

    ৫ অক্টোবর, ২০২৩ ০৯:৩৮ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে আমাদের সময়ের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    ‘সময় এবার আমাদের-বাংলাদেশের’ স্লোগানকে ধারণ করে রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে নতুন ধারার দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

    বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী পাঠক ফোরামের আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও রাজবাড়ী বার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক খান মোহাম্মদ জহুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান পিয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ, রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা অরুন কুমার সরকার, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসেন।

    রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলো প্রতিনিধি এজাজ আহমেদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন আমাদের সময়ের রাজবাড়ী জেলা প্রতিনিধি সোহেল রানা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি লিটন চক্রবর্তী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকছেদুর রহমান মোমিন, দৈনিক সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন, এসএ টিভির জেলা প্রতিনিধি মো. সাজিদ হোসেন, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, ডিবিসি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, আমার সংবাদের জেলা প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, ইনন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি শামীম রেজা, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি শেখ রনজু আহম্মেদ, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি কামাল হোসেন, জিটিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন, রাইজিং বিডির জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি, আমাদের সময়ের গোয়ালন্দ প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের বালিয়াকান্দি প্রতিনিধি শহিদুল আলম মিলন, কালুখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন সোহান, সময়ের কন্ঠস্বর জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, ডেইলি বাংলাদেশের জেলা প্রতিনিধি আব্দুল হালিম বাবু, ব্যবসায়ী ফারুক হোসেন, দৈনিক রাজবাড়ী কন্ঠের স্টাফ রিপোর্টার আবু সাঈদ, দৈনিক জনতার আদালত বালিয়াকান্দি প্রতিনিধি রানা প্রমুখ। পরে আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় বক্তারা দৈনিক আমাদের সময়ের বস্তুনিস্ট সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখতে ও পাঠকের কাছে যে জনপ্রিয়তা রয়েছে তার সুনাম অক্ষুন্ন রাখার আহ্বান জানান। আমাদের সময় হোক সকল পাঠকের ও সকল শ্রেণির মানুষের প্রিয় পত্রিকা। আগামীতে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৫ অক্টোবর, ২০২৩ ০৯:৩৮ পূর্বাহ্ন