শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাটুরিয়া থানার আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সাটুরিয়া থানা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুল হাসান।
অন্যদের মধ্যে সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সহকারী কমিশনার (ভূমি) খায়রুন নাহার পপি, জেলা পরিষদ সদস্য রাজ্জাক হেসাইন রাজ, পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদ্যত কুমার ঘোষ অ্যাপোলো ও সাধারণ সম্পাদক প্রদীপ বাকালি জাতীয় শ্রমিকলীগ সাটুরিয়া, উপজেলা শাখার আহ্বায়ক মাসুদ খান জুম্মা ও ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর সার্বিক দিকনির্দেশনায় সাটুরিয়ার ৭৯টি সহ জেলার সবকটি মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি চলছে। তিনি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন আযান এবং নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে। যাতে ধর্মীয় অনুভূতি বজায় থাকে। সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভায় সনাতন ধর্মেীয় নেতা, সকল জনপ্রতিনিধি, সংবাদকর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।