পল্টনের কৃষক সমাবেশ সফলতার লক্ষ্যে মানিকগঞ্জ জেলা বিএনপি'র হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। সোমবার (২ অক্টোবর ) সকাল থেকে দুইটি পৌরসভা এবং স্বাদ উপজেলার সকল ইউনিটের নেতাকর্মীরা বাস, মিনিবাস, প্রাইভেট কার মাইক্রো এবং মোটরসাইকেল যোগে রাজধানীতে জড়ো হয়। পরে বর্ণাঢ্য মিছিল করে বিএনপি'র কৃষক সমাবেশে অংশগ্রহণ করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খান রিতা এবং বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল মহিলা দল সহ সকল ইউনিটের হাজার হাজার নেতাকর্মী সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
জিন্নাহ কবির বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার অভাবে আজ মৃত্যুশয্যায়। কিন্তু বর্তমান জালিম সরকার নানা অজুহাতে চিকিৎসার ব্যবস্থা করতে বিলম্ব করছে। তার যদি কিছু হয়ে যায় সেই দায়ভার সরকারকে বহন করতে হবে। আফরোজা খান রিতার নেতৃত্বে জেলা বিএনপি সরকার পতন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে। সকল অন্যায়ের প্রতিবাদের জন্য জেলা বিএনপি প্রস্তুত রয়েছে।
জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা বলেন, বর্তমান সরকারের স্বৈরাচারিতায় বাংলাদেশের কৃষক আজ দিশেহারা হয়ে পড়েছে। সার, বীজ ও কীটনাশক সহ কৃষি উপকরণের মূল্য এখন আকাশচুম্বী।
তিনি বললেন, কৃষিনির্ভর বাংলাদেশের উৎপাদনশীলতা এখন হুমকির মুখে। তাই দেশের ৮০ শতাংশ কৃষক জনগোষ্ঠী সরকারের স্বৈরচারীতার বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে ফেটে উঠেছে। পল্টনের সমাবেশ সরকার পতন আন্দোলনে জোরালো ভূমিকা পালন করবে। সরকার পতন আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আন্দোলন সফল না হওয়া পর্যন্ত মানিকগঞ্জ জেলা বিএনপি রাজপথ ছাড়বে না।