বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী সদর ও পৌর জেলা শাখার আয়োজনে (৩০ সেপ্টেম্বর) শনিবার জেলা বিএনপির কার্যলয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
আগামী ৩ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি'র ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সফল করার জন্য এই প্রস্তুতি সভা।
এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম (রোমান) আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজবাড়ী জেলা শাখা, বিশেষ অতিথি মোঃ শাহিনুর রহমান (শাহিন) সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজবাড়ী জেলা শাখা, সভাপতিত্ব করেন মোঃ সোহেল প্রামানিক, সভাপতি ছাত্রদল রাজবাড়ী সদর উপজেলা জেলা শাখা, সঞ্চালনায়, মোঃ প্যারিস হোসেন, সাধারণ সম্পাদক, রাজবাড়ী সদর উপজেলা শাখা, সহ সঞ্চালনায়, মোঃ শরিফুল ইসলাম (রবিন) সভাপতি, ছাত্রদল রাজবাড়ী পৌর শাখা,
এসময় জেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব তাদের বক্তৃতায় বলেন এই সরকার এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে গন গ্রেফতার করে আমাদের আন্দোলন থেকে দূরে রাখতে চায়। আমাদের নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে । বক্তৃতারা আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অন্যায় আর মেনে নিবে না, এরই ধারাবাহিকতা আগামী ৩ অক্টোবর আমাদের ১ দফা দাবী আদায়ের মধ্যে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে এবং আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে হবে বলে বক্তারা বলেন।