চলন্ত ফেরি( এনায়েত পুরী) থেকে পদ্মানদীতে পড়ে যাওয়া ডেঙ্গু আক্রান্ত মো.শাহারীয়ার ইমন (২০) নামে এক যুবককে উদ্ধার করেছে দৌলতদিয়া নৌপুলিশ।
সে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের আব্দুল্লা আল মামুনের ছেলে। সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তার মামার সাথে বাড়ীতে আসছিলেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী ও ওই যুবকের মামা জানায়, ইমন ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে এনায়েত পুরী ফেরিতে উঠে। ফেরিটি মাঝ পদ্মায় আসলে মাথা ঘুরে সে পদ্মায় পরে যায়। এসময় সাথে থাকা মামার আত্মচিৎকারে ফেরিতে থাকা যাত্রীরা নৌপুলিশকে খবর দেয়। পরে নৌপুলিশ এসে ইমনকে উদ্ধার করে।
এ প্রসঙ্গে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জেএম সিরাজুল কবির বলেন, আমরা ওই যুবকে পদ্মায় পরে যাওয়ার সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে স্পিড বোর্ড যোগে পৌছে উদ্ধার কাজে সহযোগিতা করে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে তার মামার নিকট বুঝিয়ে দেই। তিনি আরো জানান নদীতে পরে যাওয়া যুবক ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলো। তবে আমরা তার সাথে কথা বললে তিনি এখন সুস্থ আছেন বলে জানান।