বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, নারীর ক্ষমতায়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তথা বিএনপি সরকার অপরিসীম ভূমিকা পালন করেছে। জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি নারীর আর্থ-সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করে নারী জাগরণের অনন্য উদাহরণ সৃষ্টি করে। দেশ পরিণত হয় সমৃদ্ধশীল রাষ্ট্রে। কিন্তু অবৈধভাবে ক্ষমতায় এসে দেশের দৃশ্যপট পাল্টে দিয়েছি নারী বিদ্বেষী আওয়ামী লীগ সরকার।
তারা জনগণের ভোটাধিকার হরণ করে রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে অনুষ্ঠিত জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।
রিতা বলেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশেষ ব্যবস্থায় শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ ও রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। অথচ অকৃতজ্ঞ শেখ হাসিনা কালজয়ী প্রেসিডেন্ট শহীদ জিয়ার রাজনৈতিক উদারতার প্রতি শ্রদ্ধার বদলে বেইমানি করেছেন।নাফরমানি করেছেন।বিশ্বাসঘাতকতা করেছেন। শহীদ জিয়ার সহধর্মিনী বারবার নির্বাচিত জননন্দিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী রেখেছে। উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত রেখেছেন। পুত্র তারেক রহমানকে দেশান্তরি করেছে। শুধু তাই নয় জনগণের সম্পদ লুটপাট করে দেশকে পরিণত করেছে অকার্যকর রাষ্ট্রে।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের দুঃসাশনামলে দেশের বহু মায়ের কোল খালি হয়েছে। স্ত্রী হারিয়েছে স্বামী। বোন হারিয়েছে ভাই। ধুলন্ডিত নারীর মর্যাদা। গায়েবী মামলায় নেতাকর্মীদের নজীর বিহীন নিপীড়ন করেছেন। দেশের মানুষ এই এই জুলুম-অত্যাচার, অন্যায়- অবিচার আর সহ্য করবে না। নারী সমাজ তথা দেশের মানুষ আজ এই স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আন্দোলন সংগ্রামে মাঠে রয়েছে। সরকার পতন আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক নির্দেশিত ১ দফা আন্দোলন বাস্তবায়নের মাধ্যমে সরকারের পতন ঘাটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
' আমাকে একজন শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো' বাংলাদেশের অগণতান্ত্রিক প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে রিতা বলেন, আমাকে একজন বিপ্লবী, সাহসী এবং দেশপ্রেমিক মা দাও আমি তারেক রহমানের স্বপ্নের সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেব। তবেই প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র। ফিরে পাবে নারীর মর্যাদা, গণতন্ত্র। সম্ভাবনাময় বাংলাদেশের মানুষ রেহাই পাবে স্বৈর সরকারের দমন-পীড়ণ ও লুটপাটের সর্বগ্রাসী ছোবল থেকে।
খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি ও সরকার পতনের ১ দফা আন্দোলন সকল করতে তিনি সকল মা বোন ও দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। সমাবেশে মানিকগঞ্জ জেলা বিএনপি'র সকল ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।