চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ইউসুফ আলী(২৮) নামে একজন নিহত হয়েছেন, এঘটনায় মোটরসাইকেলে থাকা সজিব (২৬)নামে আরেকজনজন গুরুতর আহত হয়েছেন।
সোনামসজিদ স্থলবন্দর সড়কের কয়লাবাড়ি এলাকায় ৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সোনামসজিদ স্থল বন্দরে বিকল থাকা একটি ট্রাক মেরামতের জন্য, মেকানিক সজিবকে নিয়ে মোটরসাইকেল যোগে সোনামসজিদ স্থলবন্দরের দিকে যাচ্ছিল ইউসুফ। কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায়, একই দিকে যাওয়া ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ইউসুফ মারা যায়।
সাথে থাকা সজিব গুরুতর আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।