প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মনাকষা নেদাউল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের নিজ উদ্যোগে এসব খাবার বিতরণ করা হয়। এসময় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম, বিশেষ দোয়া করা হয়। ৬০০ এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়.।
প্রধান অতিথি সৈয়দ নজরুল ইসলাম বলেন, শেখ হাসিনা হাজারো প্রচেষ্টা, ত্যাগ-তিতিক্ষার পর দেশের রাজনীতিতে একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের রত্ন নয়, তিনি বিশ্বরত্ন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বাঙালি জাতির চেতনার প্রতীক, আমাদের অহংকার। যার অপ্রতিরোধ্য পথচলায় বাংলাদেশ আজ ছুটে চলছে উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা মানেই উন্নয়নের জয়জয়কার, বাংলাদেশের আস্থার প্রতীক। আমাদের সবার অনুকরণীয় দৃষ্টান্ত।