বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির এক পরিচিত সভা আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা বিএনপির কার্যলয়ে (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় এই পরিচিত সভার করা হয়।
এসময় পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম রোমান, আহবায়ক রাজবাড়ী জেলা ছাত্রদল, বিশেষ অতিথি মোঃ শাহিনুর রহমান শাহিন, সদস্য সচিব রাজবাড়ী জেলা ছাত্রদল, সভাপতিত্ব করেন মোঃ টোকন মন্ডল, সভাপতি রাজবাড়ী সরকারি কলেজ, সভ সঞ্চালনা করেন মোঃ রুবেল মন্ডল, সাধারণ সম্পাদক, রাজবাড়ী সরকারি কলেজ।
এসময় নবগঠিত কমিটি রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আগামী (৩ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির রোড মার্চ সফল করার দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।