কুষ্টিয়ায়-ঝিনাইদাহ সড়কের কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়াতে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বিড়ি কারখানার শ্রমিক বলে জানা গেছে।
নিহতরা হলেন- ভ্যানচালক মুক্তার হোসেন (৫০), জেসমিন (৩০), রোজিনা খাতুন (২৭) এবং স্বপ্না রানী (৪৫)। স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক বিপরীতগামী একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে গেছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দুর্ঘটনার কথা স্বীকার করে জানান ট্রাকটি আটক করা হয়েছে।
এর আগে রোববার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার দৌলতপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে ট্রাকটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, দুই মোটরসাইকেল আরোহীর নিহত হওয়ায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে কৌশলে ট্রাক চালক পালিয়েছে।