মানিকগঞ্জ পুলিশ লাইন্সে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলসেডে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ।
পুলিশ সুপার মুহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার এর সভাপতিত্বে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ ২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠানে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ জয়শ্রী সমদ্দার, জেলা প্রশাসক রেহেনা আকতার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল ভট্টাচার্য্য, সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় মানিকগঞ্জ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৭ শতাধিক পুলিশ সদস্য মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।