চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের ৫০ বছর পূর্তিতে, স্কাউট ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পিটিআইতে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন, বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন।
এতে আরো অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটস এর এলটি মোসফিকুর রহমান, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, উপজেলা স্কাউট কমিশনার হাসিনুর রহমান, উপজেলা স্কাউট সম্পাদক গোলাম সারওয়ার, উপজেলা স্কাউট লিডার নিলুফার ইয়াছমিন, উপজেলা কাব লিডার রাকিব উদ্দীন আহমেদ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্কাউটস এর আয়োজনে স্কাউট ডে ক্যাম্পে সদর উপজেলার ২৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিট লিডার, স্কাউট ও গার্ল-ইন স্কাউট ২২৫ জন অংশ গ্রহন করেন।