প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর আয়শা আক্তার দিনা। এসময় তারপক্ষে ব্যাপক সাড়া পড়ছে বলে জানা গেছে।
রোববার (৯ জানুয়ারি) ওই ওয়ার্ডের আইলপাড়া ও নতুন আইলপাড়ায় গণসংযোগে বের হলে স্থানীয় ভোটার ও সাধাণ মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
দিনার নির্বাচনি প্রচারে এলাকার মুরুব্বিরা ছাড়াও পায়ে হেটে এই প্রচারণা ও গণ সংযোগে এলাকার নানা শ্রেণী পেশার নারী-পুরুষদের সতঃস্ফুর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়। এই সময় তিনি লিফলেটে বিতরণ ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। তার প্রচারণায় ৭,৮,৯নং ওয়ার্ডের জনসাধারণ মুগ্ধ। পাশাপাশি অন্যান্য প্রার্থীদের চেয়ে তিনি এগিয়ে রয়েছেন বলে জানা যায়।
৮নং ওয়ার্ড পাঠানতুলি, আইলপাড়া নির্বাচনী প্রচারনায় গিয়ে ব্যাপক সাড়া দেখে মুগ্ধ হন দিনা। এসময় তিনি গণমাধ্যমকে জানান, আলহামদুলিল্লাহ আমার মা বোনদের ভালোবাসায় আমি সিক্ত। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় এইটাই তার প্রমাণ। বিগত ৫ বছর যে নিরলসভাবে শ্রম ভালোবাসা দিয়েছি তারই প্রতিদান।

তিনি বলেন, আমি সবাইকে সালাম পৌছে দিতে ও জানাতে এসেছি যে, আমি আপনাদের পাশে আছি। তারা আমাকে নির্বাচিত করলেও আছি না করলেও আছি। মানুষের জন্য কাজ করতে পারাটাই আমার সুখের উৎস। আমি যদি বিগত দিনে আমার ওয়ার্ডবাসীর সেবা করে থাকি, তারা যদি আমার উপর সন্তুষ্ট থাকেন তাহলে তারা আমাকে আবারও নির্বাচিত করবেন। পরিশেষে তিনি সকল শ্রেণী পেশার মানুষের সতঃস্ফুর্ত অংশ গ্রহণে আবেগ আপ্লুত হয়ে সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকার সকল শ্রেণী পেশার মানুষদের উদ্দেশ্যে নির্বাচনের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করে আগামী পাঁচ বছরের জন্য ওয়ার্ড বাসীর সেবক হিসেবে কাজ কাজ করার সুযোগ চেয়ে ভোট ও দোয়া কামনা করেন। এসময় এলাকাবাসীও তাকে হাত নেড়ে সাড়া দেন।