শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় পুরস্কার বিতরণ ও মা সমাবেশে হুইপ গিনি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০১:১২ অপরাহ্ন

    গাইবান্ধায় পুরস্কার বিতরণ ও মা সমাবেশে হুইপ গিনি

    গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

    বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম ভুট্টুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আরজুমান আরা বেগমের সঞ্চালনায় মা সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ, সদর উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার এটিএম সারুয়ার আলম সরকার, ফজলে করিম নান্টু প্রমুখ।

    প্রধান অতিথি হুইপ গিনি বলেন, বর্তমান সরকারের সময়ে প্রত্যেকটি শিশুর শিক্ষা নিশ্চিত হয়েছে। একটা সময় দেশে অভাব ছিল তখন অনেকেই শিক্ষা থেকে বি ত হয়েছিল। কিন্ত সেইদিন আর নেই। এখন প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিলো এই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা। তিনি আরও বলেন, জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়ে থাকেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে হুইপ বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, তাই আগামীতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই স্কুলসহ দেশের নাম উজ্জল করার আহবান জানান।

    উল্লেখ্য, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ২শ’ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। শেষে ৪০ জন বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হুইপ গিনি পুরস্কার বিতরণ করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০১:১২ অপরাহ্ন