২০২২-২০২৩ অর্থ বছরে সংশোধিত উন্নত বাজেট “ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা” খাতের আওতায় রাজবাড়ীর গোয়ালন্দে সেলাই মেশিন, ফাইল ক্যাবিনেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই বিতরণী অনুষ্ঠান করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি, গোয়ালন্দ থানার ওসি স্বপন কুমার মজুমদার, ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী ও মোছাঃ নার্গিস পারভীন। পরে সেলাই মেশিন, ফাইল ক্যাবিনেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।