মাদকের ভয়াবহতা উপলব্ধি করে লাল কার্ড' দেখালেন শিক্ষার্থীরা। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জের লেমুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় যুব ধর্মঘট ও মাদকবিরোধী সভায় শিক্ষার্থীরা এই শপথ গ্রহণ করেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনবন্ধু রায়ের সভাপতিত্বে এবং উন্নয়ন কর্মী মো: নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় উপ-পরিচালক মো: হামীমুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের জেলা সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন, সহকারী শিক্ষক রওশন আলী ও মো: আলামিন মিয়া।
বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে জলবায়ু পরিবর্তন ও মাদকের ভয়ংকর পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আলোচকরা। এ সময় শিক্ষার্থীরা মাদককে 'না' বলে এর বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন।
হামীমুর রশিদ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্বের ধনী দেশগুলো দায়ী। এর চেয়েও ভয়াবহ মাদকদ্রব্য।
মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পেতে শিক্ষক, অভিভাবক সহ সকলকে সচেতন থাকতে হবে। নইলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মত হুমকির মুখে পড়বে। বিঘ্নিত হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ।