জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে সিংগাইর উপজেলা চত্বরে আয়োজিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মেলার সমাপনী উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভা ও পুরস্কার বিতরন এবং আশ্রয় প্রকল্পের বাসিন্দাদের মাঝে গাছের বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এ সময় পৌর মেয়র আবুল বাশার নাঈম, ওসি সৈয়দ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারের ঈর্ষণীয় উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।
মমতাজ বেগম বলেন, শেখ হাসিনা সরকার গত ১৫ বছরে যে উন্নয়ন করেছে তার ফিরিস্তি তুলে ধরতে মেলা বসাতে হয়। বাংলাদেশের ইতিহাসে অভাবনীয় উন্নয়ন করেছে আওয়ামীলীগ সরকার। অথচ বিএনপি-জামাত উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে!
তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।