মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি ও এর প্রতিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জের টাঙ্গাইল রেসিডেন্সিয়াল ক্যাডেট একাডেমিতে সচেতনতা মূলক এই সভা অনুষ্ঠিত হয়। ক্যাডেট একাডেমি কর্তৃক আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে মাদকের ভয়াবহতার লোমহর্ষ চিত্র শিক্ষার্থীদের মাঝে তুলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: হামীমুর রশীদ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে এবং মুহিবুল ইসলাম দ্বীপ ও নিশাত জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মো: আয়নাল হক, পরিচালক মো: ইব্রাহিম হোসেন, মো: আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ (কামাল মোল্লা), মো: হারেজ শিকদার, মো: আলাউদ্দিন মন্ডল, সহকারী প্রধান শিক্ষক ইয়ার হোসেন প্রমুখ।
প্রধান আলোচক মো: হামীমুর রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজকের শিক্ষার্থীরা স্মার্ট ভূমিকা পালন করবে। এক্ষেত্রে তাদের মাদক সেবন থেকে দূরে থাকতে হবে।মাদকের সর্বগ্রাসী ছোবল থেকে সন্তানদের রক্ষায় অভিভাবকদের সার্বক্ষণ চোখে চোখে রাখতে হবে। সজাগ থাকতে হবে কার সাথে মিশে। একাডেমির বিভিন্ন শ্রেণীর ২৮৫ জন শিক্ষার্থী আলোচনা সভায় উপস্থিত ছিলেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে লিফলেট, জ্যামিতি বক্স ও স্কেল সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।