শিবগঞ্জে হারিয়ে যাওয়াগ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদ্দি খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীন এই খেলাধুলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামো টিকরি গ্রামের আমবাগানে নামোটিকরি যুব সংঘের আয়োজনে যুব সংঘের সভাপতি নরুল ইসলাম মারুফের সভাপতিত্বে এ গাদ্দি খেলা অনুষ্ঠিত হয়।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই গাদ্দি খেলায় আংশ গ্রহন করেন কালিচক গ্রাম ও নামো টিকরি গ্রাম। খেলায় জয়লাভ করেন কালিচক গ্রাম।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এনামুল হক, সাইদুল বিশ্বাস, মোস্তফা আলী, শফিকুল ইসলাম সহ আরও অনেকে।
উল্লেখ্য, স্থানভেদে খেলাটির অন্য নাম থাকলেও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে গাদ্দি নামে পরিচিত। অবশ্য অনেক জায়গায় বর্দন/বাদল নামেও পরিচিত।