রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া এলাকায় একটি চাতালে বালু চাপায় পড়ে তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসীরা জানান জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ীর পাশে ব্যবসায়ী হান্নানের বড় একটি বালুর চাতাল রয়েছে।ওই চাতাল থেকে নিয়মিত বালু বিক্রি করা হয় (১২সেপ্টেম্বর) মঙ্গলবার রাত ১১টার দিকে ঐ চাতাল থেকে বেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির করা হচ্ছিল
সে সময় হঠাৎ করেই বালুর স্তুপের উপর থেকে বেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের উপর পরে। এতে ঘটনাস্থলেই বালুর চাতালের মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, বেকু চালক এবং ১০ চাকার ট্রাক চালকসহ তিনজন নিহত হয়।