বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১০টা চাঁপাইনবাবগঞ্জ ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলার আহবায়ক এ্যাডঃ মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সায়ীদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি মো: আব্দুল ওদুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি মোঃ সাইফুল আলম মানিক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক ডাক্তার গোলাম রাব্বানী সহ অন্যান্যরা।
জেলা আওয়ামী মৎসজীবী লীগের যুগ্ম আহবায়ক মো: কামাল উদ্দিন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী মৎসজীবী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সায়েদ মজুমদার ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান কমল।
দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী মৎসজীবী লীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। পরে জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি নির্বাচিত হন এডভোকেট মো: রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহা: আশফাকুর রহমান রাসেল।