চাঁপাইনবাবগঞ্জের শিবতলা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম (২৭) এক অটো চালক নিহত হয়েছে ও সেলিম(১৯) নামে এক যুবক আহত হয়েছে। এঘটনায় ট্রাক চালককে আটক ও ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে ৭ সেপ্টেম্বর রাতে ।নিহত অটোচালক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নরেন্দ্রপুর হরিশপুরের এরফান আলী ওরফে ববি মওলানার ছেলে রবিউল ইসলাম (২৭)। আহত যুবক একই এলাকার বাবর আলীর ছেলে সেলিম (১৯)।
আটক ট্রাক চালক হচ্ছে, রাজশাহী জেলার চারঘাট হলদেগাছী গ্রামের মৃত ফজলি বেগম ও মৃত আজিম উদ্দিনের ছেলে গাফফার আলী (৫৫)।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক গামী একটি অটোকে পিছন দিকে থেকে একটি দ্রুুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই রবিউর ইসরাম নিহত হয় এবং সেলিম নামে একজন গুরুতর আহত হয়। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।