চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে একটি মোটরসাইকেল ও ৫৪ বোতল ফেনসিডিল সহ দুই যুবক হয়েছে। আটককৃতরা হলো শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে সেতাউর রহমান(২৩) ও শিবগঞ্জ পৌরসভাধীন জালমাছমারী গ্রামের জিন্নাত আলির ছেলে মেজবাউল হক (৩২)।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে গত রাত( ৭সেপ্টেম্বর ) পৌনে একটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম ােকাপাড়া গ্রামে ইদুলের বাড়ির সামনে রাস্তার র্যাপ ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার অধিনায়ক মেজর মারফল ইসলাম ও উপ অধিনায়ক আমিনুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে মোটর সাইকেলের মধ্যে লুকিয়ে রাখা ৫৪ বোতল ফেনসিডিল সহ মোটরসাইকেল একটি, ফোন দুইটি ও নগর ১১২০টাকা সহ ওই দুইজনকে হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত দুইজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।