রাজবাড়ী সদর উপজেলার বারবাকপুর বাজার ব্যবসায়ী সমিতি ও আলীপুর ইউনিয়ন ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ এর উদ্যেগে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়কের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বারবাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিকাল ৪ ঘটিকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী কেরামত আলী, মাননীয় জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী -১ ও সাবেক শিক্ষা প্রতিমুন্ত্রী, বিশেষ অতিথি মোঃ আকবর আলী মর্জি, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী, রাজবাড়ী জেলা শাখা, মোঃ হেদায়েত আলী সোহরাব, সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ, মোঃ এস এম নওয়াব আলী, সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখা, মোঃ শওকত হাসান, সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ,রাজবাড়ী জেলা শাখা, মোঃ অধ্যাপক মাহবুবুর রহমান, মোঃ আবু বক্কার সিদ্দিক, চেয়ারম্যান, আলীপুর ইউনিয়ন, মোঃ বজলুর রশীদ মিলন, মোঃ নাজমুল হাসান মিন্টু, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজবাড়ী জেলা শাখা, সভায় সভাপত্বি করেন মোঃ ওমর আলী, সভাপতি বারবাকপুর বাজার সমিতি, সভা সঞ্চালনা করেন মোঃ আরিফুর রহমান আলমগীর, ও বাবুল গাজী।
এসময় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা'র হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে আহবান জানান। এসময় দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।