চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মোবারকপুর ইউনিয়নের টিকরী বাজারে মোবারকপুর ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আকবর হোসেন। মোবারকপুর ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মাহতাব উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফারুক হোসেন, সদস্য জাইদুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী ও ১৫ আগষ্ট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে বঙ্গবন্ধুর মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।