নানা আয়োজনে মানিকগঞ্জে পালিত হয়েছে বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের খন্দকার দেলোয়ার হোসেন কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার জীবন আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।
অন্যদের মধ্যে জেলা বিএনপি'র সহ-সভাপতি এডভোকেট মোকছেদুর রহমান, অ্যাডভোকেট জহির আলম লোদী, এডভোকেট আজাদ হোসেন খান ও আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক এস এম ইকবাল হোসেন ও আব্দুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরতাজ আলম বাহার ও গোলাম আবেদীন কায়সার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, প্রচার সম্পাদক শামীম আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক এডভোকেট আরিফ হোসেন লিটন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, বিএনপি নেতা রিয়াজ মাহমুদ হারেজ ও মোঃ রেজাউল করিম, জেলা বিএনপি'র সহ প্রশিক্ষক বিষয়ক সম্পাদক মো: আরিফ হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, পৌর বিএনপি নেতা ফরিদ আল মামুন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, স্বেচ্ছাসেবক দল নেতা এডভোকেট জিএস জিন্নাহ খান, জেলা জাসাসের যুগ্ন আহবায়ক মো: নাঈম খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব সহ সকল অঙ্গ- সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আফরোজা খান রিতা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। কাঙ্খিত লক্ষ্য অর্জিত হওয়ায় বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহৎ রাজনৈতিক দল হিসেবে পরিচিতি লাভ করে। সুনাম ছড়িয়ে পড়ে বহির্বিশ্বে। বাকশালী দুঃশাসনের হাত থেকে রেহাই পায় দেশবাসী। প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। কিন্তু ভোট চুরির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় বসে শেখ হাসিনা সরকার সম্ভাবনাময় বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে। কেড়ে নিয়েছে জনগণের ভোটাধিকার। গত ১৫ বছরে ফ্যাসিস্ট এই সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।
তিনি বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এক দফা আন্দোলনের মাধ্যমে নব্য স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।
এর আগে আফরোজ খান রিতা ও এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে বেউথা এলাকা থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। এছাড়া সকাল সাড়ে ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আফরোজা খান রিতা। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।