গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে জেলা বিএনপি। বুধবার (৩০ আগস্ট) সকালে জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা নেতৃত্বে শহরের বেউথা এলাকায় কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালন করা হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সহ-সভাপতি এডভোকেট মোকছেদুর রহমান, অ্যাডভোকেট জহির আলম লোদী, এডভোকেট আজাদ হোসেন খান ও আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরতাজ আলম বাহার ও গোলাম আবেদীন কায়সার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, প্রচার সম্পাদক শামীম আল মামুন প্রমুখ।
এ সময় জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক এডভোকেট আরিফ হোসেন লিটন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, বিএনপি নেতা রিয়াজ মাহমুদ হারেজ, মোঃ রেজাউল করিম, আরিফ হোসেন, শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, জেলা জাসাসের যুগ্ন আহবায়ক মো: নাঈম খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব সহ সকল অঙ্গ- সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিতা বলেন, জনগণের সাথে প্রতারণা অবৈধভাবে ক্ষমতায় এসে হাসিনা সরকার গত ১৫ বছরে বিএনপি অসংখ্য নেতা কর্মীকে গুম করেছে। সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম, মিথ্যা মামলা, হত্যা- ঘুম ও লুট-পাট চালিয়ে দেশকে অপরাধের স্বর্গরাজ্য পরিণত করেছে। দেশকে বানিয়েছে দেউলিয়া। গুমের শিকার ব্যক্তিদের শ্রদ্ধা করে স্মরণ করে
তিনি বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এক দফা আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে।