প্রতিপক্ষের হামলার শিকার হয়েও মামলার আসামী হয়েছে শিমুল ফকির (২২) নামের এক কিশোর। শনিবার (২৬আগষ্ট) রাত ৮টার দিকে জাজিরা উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডের জাজিরা পাড়হাউজের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শরিয়তপুরের জাজিরা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের আরাচনডী গ্রামের ঠান্ডার মোড়ে ২৬ আগস্ট রাত আনুমানিক আট ঘটিকায় পনের ষোল জনের একটি কিশোর গ্যাং সাদ্দাম তালুকদারের নেতৃত্বে শিমুল ফকিরকে মারার উদ্দেশ্যে পল্লী বিদ্যুতের সাব স্টেশনের নিকট ওৎ পেতে থাকে । শিমুল ফকির ঐ এলাকায় আসলেই দেশীয় অস্ত্র নিয়ে ঐ কিশোর গ্যং তাকে আক্রমন করে। শিমুল ফকির তার হাতে থাকা হাতুর বাটাল দিয়ে ওদের বাধা দেয় । এতে সাদ্দাম ও তার কিশোর সাথীরা আঘাত পায়, এবং শিমুল ফকির ও জখম হয়।
স্থানীয়দের কাছ থেকেই জানা যায় যে, ঠান্ডার মোড়ের মাহাবুব মাস্টারের মেয়ে জান্নাতের সঙ্গে সাদ্দাম তালুকদারের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বড় মুলনা মৌজার জয়নাল বেপারী পিতামৃত মান্নান বেপারী দূরবর্তী নিরীহ পঁচিশ জনের বিরুদ্ধে ২৭ আগস্ট জাজিরা থানায় এজাহার দায়ের করে। এজাহার এ উল্লেখিত ২৪ জনের কেউ ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না। এলাকার জনসাধারণের দাবি- এ মিথ্যা মামলা বাতিল করে বাদী ও স্বাক্ষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা উচিত। পুলিশের উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এলাকার বাসিন্দাদের নিরাপত্তা দেওয়া।
জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনার সঠিক তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।