বদ্বীপ ভোলার লালমোহন ও তজুমদ্দিন নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পেতে সকলের সহযোগিতা ও সময়োপযোগী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন স্হানীয় জনগণ।
স্হানীয় জনগণের পক্ষে ঢাকার সফল ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব জাকির হোসেন জানান, তেতুলিয়ার করাল গ্রাসে দিনকে দিন হারিয়ে যাচ্ছে আমাদের প্রিয় জন্মস্হান গংগাপুর ও কুতুবা ইউনিয়নের হাজার হাজার ঘরবাড়ি ও ফসলি জমি। তেতুলিয়ার আগ্রাসী ভুমিকায় আজ শতশত লোক ভিটা বাড়ী ও সর্বোচ্চ হারিয়ে নিঃস্ব প্রায়। তাই আমাদের গংগাপুর ও কুতুবাবাসীর সকলের প্রাণের দাবি- অতি দ্রুত স্থায়ী ব্লকের মাধ্যমে বাঁধ নির্মাণ করে প্রিয় গংগাপুর ও কুতুবাকে যেন রক্ষা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, যুগেযুগে ভোলাকে রক্ষা করতে অনেক চেষ্টা হলেও করালগ্রাসী তেতুলিয়ার ছোবল থেকে রক্ষা হয়নি। তারপরও জন্মভিটা ছাড়তে বাধ্য হয় মানুষ। নদীর তীরে দাড়িয়ে নিজের জীবন দিয়ে গড়া স্বপ্নের জগৎ নিমিষেই শেষ করে দিচ্ছে রাক্ষসী নদী।
সচেতন মহল বলেন, আমরা মাননীয় এমপি আলী আজম মুকুল মহোদয়ের দ্রুত হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছি। আমাদের আশা মাননীয় এমপি মহোদয়ের আন্তরিক ও জোর প্রচেষ্টার কল্যাণে এই নদী ভাঙ্গনের কবল থেকে আমরা অতি দ্রুত রক্ষা পাবো ইনশাআল্লাহ। এরইমধ্যে ভোলার মানচিত্রে অনেক এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইতিহাস-ঐতিহ্য ও জন্মস্থান রক্ষায় সরকার ও দ্বায়িত্বশীল সবাইকে এগিয়ে আসতে হবে।