সিংগাইরে ১৪৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল সহ বিভিন্ন শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে সিংগাইর উপজেলা পরিষদ চত্বরে এ উপহার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথের সভাপতিত্বে এবং সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাইয়ুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও কৃষকের মাঝে পুরস্কার তুলে দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তার। এসময় সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর থানার অফিসার ইনচার্জ ওসি) সৈয়দ মিজানুর রহমান, উপজেলা ভাইস- চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, মহিলা ভাইস- চেয়ারম্যান শারমিন আক্তার, সিংগাইর গার্লস স্কুলের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা প্রশাসনের অর্থায়নে ১২৪টি স্কুল ও ৬টি মাদ্রাসার ১৪৮ জন মেধাবী শিক্ষার্থী ও উপকার ভোগীর মাঝে বাইসাইকেল, ফুটবল-ভলিবল, ক্রিকেট সরঞ্জাম, বৈদ্যুতিক পাখাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া ১২৪ জন কৃষককে স্প্রে মেশিন দেওয়া হয়।
জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই প্রধানমন্ত্রী স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভুমিকা পালন করবে। অর্জিত মেধা, মননশীলতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দেশকে নিয়ে যাবে উন্নয়নের শিখরে। তিনি বলেন, স্মার্ট শিক্ষার্থী গড়ার লক্ষ্যে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন শিক্ষা মূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।