জনবান্ধব পুলিশিং কার্যক্রম ও অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ সদর থানার ওসি মো: আব্দুর রউফ সরকার।
সোমবার (২১ আগস্ট) দুপুরে পুলিশ কনফারেন্স রুমে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাসব্যাপী ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার-ফোর্সদের ক্রেস্ট এবং বিশেষ পুরস্কার প্রদান কালে এই সম্মাননা প্রদান করা হয়।
এসময় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি নুরজাহান লাবনী এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
পরে আব্দুর রউফ সরকারের হাতে জেলার 'শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ' পদক তুলে দেন পুলিশ সুপার।
মানিকগঞ্জ থানার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান এর সার্বিক দিকনির্দেশনা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানের সহযোগিতা এবং অফিসার-ফোর্সদের আন্তরিকতায় অর্পিত দায়িত্ব পালনে সক্ষম হয়েছি। ইতিপূর্বেও কয়েকবার এই পুরস্কার পেয়েছি। যা চিরস্মরণীয় হয়ে থাকবে।
পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান বলেন, পুরস্কার প্রাপ্তরা জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছেন। এই পুরস্কার ভবিষ্যৎ কর্মজীবনে সমৃদ্ধি বয়ে আনবে।