শিবগঞ্জ মাদক সেবন ও মাদক বিক্রেতার সময় সাতজনকে আটক করেছে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা। র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে ২০ আগস্ট গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাট্টি বাজারস্থ পরি মার্কেট এলাকায় র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে হেলাল উদ্দিন কাটুর পরিত্যক্ত পোল্ট্রির দোকান হতে মাদক বিক্রেতা ও মাদক সেবনের সময় হাতেনাত সাতজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো ঢোড়বোনা গ্রামের হেলাল উদ্দিন কাটু (৩৫), নুহু (৩৫), হরিনগর গ্রামের আবুল খায়ের মীম (৩৫), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরচেšধুরী টোলা গ্রামের নাসির (৪৯) (মূলহোতা), রামচন্দ্রপুর ম্যালবার পাড়া গ্রামের মতিন (৩৭), রামচন্দ্রপুর হাট পুরন পাড়া গ্রামের নাসরুল (৩৮), কৃষ্ণগোবিন্দুর কামার পাড়া গ্রামের আনোয়ারুল ইসলাম (৪৩), হেরোইন-০৮ পুড়িয়া গ্যাস লাইটার-তিনটি,দুইটা গ্যাস লাইট, একটা কলকি ও দুইটা হিরোইন সেবনের আংতা সহ নাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানা ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে এবং আটককৃত সাতজনকে জেলা কারাগারে পাঠানো হযেছে।