ভারতে পিঁয়ারেজর দাম নিয়ন্ত্রন রাখতে ভারত সরকার :গত ১৯ আগষ্ট এ পত্রে পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ।শুল্ক আরোপের এ খবরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের খুচরা ও পাইকারি বাজারে একলাফে বেড়েছে পেঁয়াজের দাম প্রায় ১৫ টাকা। বর্তমানে প্রতিকেজি পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৫৫- ৬০ টাকা কেজি দরে। এতে বিপাকে পড়েছে পেঁয়াজ ক্রেতারা।
এর আগে বন্যার অজুহাতে গত ১৫ দিন আগেই পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা করে বাড়িয়েছিল ব্যবসায়ীরা। সংশ্লিষ্টদের ধারনা গোয়েন্দা নজরদারী না বাড়ালে পেঁয়াজের দাম আবার বাড়বে হু হু করে। শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের প্রভাষক গোলাম মোস্তফা মামুন ক্ষোভের সাথে জানান, সোনামসজিদ দিয়ে প্রতিদিন প্রায় হাজার টন করে পেঁয়াজ আমদানী হলেও মাত্র একদিনের ভারতীয় একটি আদেশে বাংলাদেশে কেজি প্রতি ১৫ টাকা পেঁয়াজের দাম বৃদ্ধি কাম্য নয়।স্থানীয় সরকারের উচিত এত পেঁয়াজ আমদানীর পরও কেন দাম বাড়ছে তা খতিয়ে দেখা।এখনই ব্যবস্থা না নেয়া হলে ডিমের মত এ পণ্যটির দামও নাগালের বাইরে চলে যাবে।
সোনামসজিদ স্থল বন্দর পানামা পোর্টের ম্যানেজার মইনুল ইসলাম জানানা সোনামসজিদ স্থলবন্দরে সোমবার বেলা ৪টার পর থেকে পিঁয়াজের ট্রাক প্রবেশ করতে শুরু করেছে এবং সোমবার বিকাল ৫টা পর্যন্ত পিঁয়াজের ট্রাক প্রবেশ করেছে ২০ট্রাক। গত আট দিনে পিঁয়াজ আমদানী হয়েছে ৬১৮ট্রুাক যার ওজন হলো ১৫হাজার ৪শ ৫০ মেট্রিক টন। তিনি আরো জানান সন্ধ্যা ৭টার দিকে মোট কত ট্রাক পিঁয়াজ আমদানী হয়েছে তা জানা যাবে।
এ ব্যাপারে সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন অফিসার কামাল খান জানান, তিনি ভারতীয় একটি পত্রের উদ্ধৃতি দিয়ে বলেন, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ অব্যাহত রাখবে ভারত সরকার। এতে করে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানী করার সম্ভবনা রয়েছে। গতকাল সহ এর আগে আমদানীকৃত পেঁয়াজ ভারতীয় ট্রাক থেকে আনলোড করে দেশীয় ট্রাকে দেশের বিভিন্ন স্থানে যাওয়া অব্যাহত রয়েছে।দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর সোনামসজিদ। এ বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৯০ টি ভারতীয় পেঁয়াজের ট্রাক প্রবেশ করলেও পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের পর আমদানীকারকরা ভারতে দাম বৃদ্ধির অজুহাতে প্রতি কেজি পেঁয়জের দাম ১৫ টাকা থেকে ২০ টাকা বাড়িয়েছে।তাদের দাবী ভারতেই প্রতি কেজি পেয়য়াজের দাম বাড়ছে।
অন্যদিকে ভোক্তারা একের পর এক পণ্যের দাম হু হু করে বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছেন।বিপুল পরিমান পেঁয়াজ আমদানীর পরও একদিনের ব্যবধানে ১৫ টাকা কেজিতে বৃুিদ্ধকে তারা অস্বভাবিক বলছেন।।সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করে আমদানীর পরিসংখ্যান তুলে ধওে বলেন, বাজারে পেঁয়াজের সংকট হবার কথা নয়।