গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি স্লোগানে, চাঁপাইনবাবগঞ্জে স্কাউট সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট শনিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ স্কাউটের সহকারী কমিশনার অসরাফুল আম্বিয়া সাগরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপাক সুলতানা রাজিয়া, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, উপজেলা সম্পাদক গোলাম সারওয়ার উপজেলা কাব লিডার রাকিব উদ্দিন আহম্মেদ প্রমুখ। আলোচনা সভা শেষে স্কাউটের পাঁচ শত সদস্যের মাঝে বিনা মূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। এ সময় তিনি স্কাউটের সকল সদস্যকে বৃক্ষরোপনে উৎসাহ দেন।