বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ী জেলা শাখা যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনি’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আলী হোসেন পনি স্মৃতি সংসদের আয়োজনে (১৯ আগষ্ট) শনিবার বিকাল ৪ ঘটিকায় রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
আলী হোসেন পনি স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক লিটন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতুসহ অন্যান্যরা। সভা সঞ্চালনা করেন মোঃ রকিবুল হাসান পিয়াল ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক আলী হোসেন পনি স্মৃতি সংসদ।