রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে জেলা বিএনপির এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগষ্ট) সকালে আজাদী ময়দান রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের ১নং রেলগেট ও ২নং রেলগেট প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় পদযাত্রাটি শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি আয়োজিত এ পদযাত্রা ও সংক্ষিপ্ত সভায় জেলার ৫টি উপজেলা থেকে আগত নেতা কর্মীদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান, সেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, আব্দুল মালেক খান সদস্য সচিব সেচ্ছাসেবক দল, আমিনুর রহমান ঝন্টু সদস্য সচিব জেলা যুবদল প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবী জানান, সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সহ নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচনের আহবান জানান, এসময় দলীয় অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।