শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে: মমতাজ এমপি

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৯ অগাস্ট, ২০২৩ ০৭:৪১ পূর্বাহ্ন

    শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে: মমতাজ এমপি

    মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আগস্ট মাস শোকের মাস। এই মাসে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি। এই মাসে আমরা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে হারিয়েছি। এই মাসে আমরা শেখ  পরিবারের সকল সদস্যকে  হারিয়েছি। শুধু  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

    শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে হরিরামপুর উপজেলার ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় মাঠে সূর্য তরুণ ক্লাব আয়োজিত  'ইছামতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৩' এর চূড়ান্ত প্রতিযোগিতার  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    এমপি মমতাজ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খেলাধুলার মতো দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও শক্তিশালী করণে  ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতোমধ্যে এই সেক্টরে ব্যাপক উন্নয়নয় হয়েছে। এর গতিশীলতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি।

    তিনি বলেন, তিন তিনবার এমপি নির্বাচিত হয়ে আমি গত ১৫ বছরের এই অঞ্চলের যে উন্নয়ন করেছি তা আপনারা জানেন।বেরিবাধ দিয়ে পদ্মার ভাঙ্গন রোধ করেছেন শেখ হাসিনা। প্রতিটি স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, গির্জা-মন্দিরে পাকা বিল্ডিং বানিয়েছেন শেখ হাসিনা।  চকচকে ঝকঝকা রাস্তাঘাটে চলাফেরা করেন, এগুলো সব করেছেন শেখ হাসিনা। আমার সময়ে বাস্তবায়িত এই অঞ্চলের  উন্নয়নের কথা একদিনে বলে শেষ করা যাবে না।   সামনে আরো  উন্নয়ন হবে।উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে  আবারো ক্ষমতায় আনতে হবে।

    ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে তিনি বলেন, জনগণ পাশে থাকলে কোন অপশক্তি শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারবে না। উন্নয়নের ধারাবাহিকতা নষ্ট করতে পারবে না। ইনশাল্লাহ।

    ঝিটকা সূর্য তরুণ ক্লাবের সভাপতি  ভিপি আজীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন  মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুস সালাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সূর্য তরুণ ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রবীর কর্মকার।

    এসময় হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল রব, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শহিদুর রহমান, যুবলীগ নেতা ফরিদ মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

    টুর্নামেন্টের প্রাইজমানি হিসেবে ১ লাখ ২৫ হাজার টাকা অনুদানের ঘোষণা করেন জনপ্রিয় কন্ঠ শিল্পী মমতাজ বেগম এমপি। প্রধান অতিথি সহ হাজার হাজার দর্শক আকর্ষণীয় খেলা উপভোগ করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ অগাস্ট, ২০২৩ ০৭:৪১ পূর্বাহ্ন