বাংলাদেশ টেলিভিশনের মানিকগঞ্জ সংবাদদাতা ও অধুনালুপ্ত দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন আহমেদ খানে ৯ম মৃত্যু বার্ষিকী আজ। ২০১৪ সালের ১৮ আগস্ট মৃত্যুবরণ করেন প্রথিতযশা সাংবাদিক জালাল আহমেদ। তিনি ১৯৬৯ সালে দৈনিক পাকিস্তান পরবর্তীতে দৈনিক বাংলা পত্রিকার 'মানিকগঞ্জ সংবাদদাতা' হিসেবে গণমাধ্যমে যুক্ত হন। একই বছর তিনি বার্তা সংস্থা ইস্টার্ন নিউজ এজেন্সির (এনা)মানিকগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত দক্ষতায় পদোন্নতি স্বরুপ ১৯৮৪ সালে বাংলাদেশ টেলিভিশনের মানিকগঞ্জ সংবাদদাতা হিসেবে নিয়োগ পান। ১৯৮৭ সালে দৈনিক বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেয়ে আমৃত্যু পেশাগত দায়িত্ব পালন করেন খ্যাতিমানে এই সাংবাদিক।
তার একমাত্র পুত্র দলেশ্বরী হাউজিং লিমিটেডের চেয়ারম্যান কামরুদ্দিন আহমেদ খান জাকির বলেন, আমার পিতা ১৯৪৪ সালের ১লা মে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পিপুলিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দাদা শামসুদ্দিন আহমেদ খান ছিলেন সন্দ্বীপের স্বাধীন রাজা দিলওয়ার খানের ৯ম বংশধর। পেশাগত জীবনে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তিনি মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।
কন্যা লুবনা ফরিদা নিশাত ও ফাতেমা জান্নাত নিপা বলেন, আমার পিতা ১৯৬৫-৬৬ শিক্ষাবর্ষে জগন্নাথ কলেজ ছাত্র সংসদের অতিরিক্ত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১৯৬১ সালে সাভার অধর চন্দ্র হাই স্কুল থেকে মেট্রিকুলেশন পাস করেন। এছাড়া তিনি পূর্ব পাকিস্থান ছাত্র ইনিয়ন (ঢাকা শহর শাখা) এর সিনিয়র সহ-সভাপতি, ১৯৬৮ সালে ১১ দফা গনআন্দলনের সময় সাভার ও ধামরাই থানার ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন।
১৯৬৮ সালের ভাসানী ন্যাপারে সাভার থানা শাখা কমিটির আহবায়ক হন। ১৯৬৯ সালে ভাষানী ন্যাপের মানিকগঞ্জ পৌর কমিটির সাধারন সম্পাদক ও তৎকালীন ভাসানী ন্যাপের মহকুমা কমিটির কার্যকরি পরিষদের সদস্য হন। স্বাধীনতাত্তোর ( ১৯৭২-৭৪) তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখায় চাকুরীরত ছিলেন। ১৯৭৫ সালে পুনরায় দৈনিক বাংলার মানিকগঞ্জ প্রতিনিধি, ১৯৮৪ সালে বাংলাদেশে টেলিভিশন এর মানিকগঞ্জ জেলা সংবাদদাতার দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বৃহওর ঢাকা জেলা পরিষদ এর মুখপত্র সাপ্তাহিতক পদক্ষেপ কর্ণধার ছিলেন।
মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বলেন,জালাল আহমেদ বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনায় নির্ভীক ছিলেন। তার পেশাগত শৈল্পিকতা নৈপূন্য ও দক্ষতা আধুনিক সাংবাদিকতায় অনুপ্রেরণা যুগিয়েছে।
মরহুম জালাল উদ্দিন আহম্মেদ খানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সাংবাদিক সংগঠনসমুহ শ্রদ্ধা ভরে স্মরণ করে নানা কর্মসূচি পালন করেছে।