জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল শিক্ষার্থীদের মাঝে সাইকেল,অসহায়কে ভ্যান গাড়ি ও প্রতিবন্ধীনে চেক প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে রসুন চক বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমানে সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা নারীদের শিক্ষানুরাগী হতে ও গরীবের মুখে হাসি ফুটানো লক্ষে অবিরাম কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে রসুনচক বালিকা উচ্চবিদ্যালয়ের ১৩জন শিক্ষার্থীদের হাতে বাই সাইকেল তুলে দেয়া হলো।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা জাহাঙ্গীর হোসেন , চককীতি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা ও আওয়ামীলীগ নেতা খাইরুল ইসলাম অন্যান্যরা। অন্যদিকে সোমবার সকালে চককীতি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলার চককীর্তি ইউনিয়নের পিরোনটোলা এলাকার উনু মন্ডলের ছেলে হোসেন আলীকে ভ্যান গাড়ির চাবি, ডুবলী ভান্ডার গ্রামের তোহরুলের ছেলে প্রতিবন্ধী মাসুদ রানাকে নগদ ৫০ হাজার টাকার চেক দেয়া হয়। স¤প্রতি হোসেন আলীর একটি ভ্যান গাড়ি ছিনতাই করে দুর্বৃত্তরা ও প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় কর্মহীন হয়ে পড়ে মাসুদ রানা।