যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি'র হাতে সদ্য অনুমোদিত চরফ্যাসন উপজেলার বেতুয়া মেঘনা নদীকে বন্দর উন্নিত করে সরকারি গেজেট তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

ভোলা জেলার ২য় নদী বন্দর হিসেবে বেতুয়া লঞ্চঘাট এলাকা অনুমোদন পাওয়ার পর্যটক নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি সহ আধুনিক ও উন্নত মানের অবকাঠামো নির্মিত হবে, যার প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে। চরফ্যাসনের ভবিষ্যৎ স্বপ্নপূরণে এটি আরেকটি অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাম্প্রতিক ইউপি নির্বাচনের পর আগামী ৩০ নভেম্বর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এবং আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি যৌথভাবে বেতুয়া নদী বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।