মাদক কারবারির সাথে জড়িত থাকার অভিযোগে মালেক মিয়া (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সে সদর উপজেলার পাছবাড়ইল গ্রামের মো: আবুল মিয়ার পুত্র।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার পাছবাড়ইল এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রোববার (১৩ আগস্ট) বিকেলে শহরের সেওতা এলাকায় অভিযান চালিয়ে হেদায়েতুর রহমান (৪২) সনি নামের এক যুবককে ৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। সে মৃত আরিফুর রহমানের পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: হামীমুর রশিদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।