যুবনেতা জিয়াউদ্দিন আহমেদ কবিরকে মানিকগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (১৩ আগস্ট) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এই দায়িত্বভার অর্পণ করেন।
যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা যুবদলের আহব্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু কারাবন্দি থাকায় প্রথম যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবিরকে মানিকগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আব্বায়কের দায়িত্ব প্রদান করা হয়।
এদিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াকে সংগ্রামী অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।