চাঁপাইনবাবগঞ্জে৩৬ কেজি গাঁজা সহ চার জনকে আটক করেছে ডিবি পুলিশ।আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপির বাগদূর্গাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে জনি ইসলাম (২৮), বিশ্বনাথপুর মোকারিম টোলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৮), মুন্সিটোলা গ্রামের লুটু আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪) ও মোকারিম টোলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নাসির উদ্দিন (৩৫)।
৮ আগস্ট মঙ্গলবার রাতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকনুজ্জামান সরকার ও ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের তত্ত্বাবধানে হাতাপাড়া গ্রামে অভিযানে কুমিল্লা থেকে ছেড়ে আসা মিনি পিক আপ তল্লাশী করে হলুদ ও মরিচের বস্তার ভিতর থেকে ৩৬ কেজি গাঁজা, হলুদ মরিচ ভাঙ্গার একটি মেশিন, একটি স্যালো মেশিন একটি মোবাইল ও মাদব বহনের অন্যান্য সরঞ্জমাদি উদ্ধার করে এবং উক্ত চার জনকে হাতেনাতে আটক করে।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের মাদক মামলায় গেস্খফতার দেখিয়ে থানা পুলিমের সহায়তায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।