নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ। সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ২ টায় উপজেলার ফলসাটিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ হাসান (২৭), আমজাদ হোসেনের ছেলে সজীব মিয়া (২২), চান মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫) ও অলিল মিয়ার ছেলে মোহাম্মদ বিজয় মিয়া (২২)।
পুলিশ জানায়, গত রোববার ৬ আগস্ট সকাল সাড়ে ৯ টার দিকে ধর্ষণের শিকার নবম শ্রেণীর ওই ছাত্রী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ফলসাটিয়া বাসস্ট্যান্ডে পৌছালে তার বন্ধু তরিকুলের সাথে দেখা হয়। এক পর্যায়ে তারা ফলসাটিয়া এলাকার জনৈক ফয়সালের বাড়িতে বেড়াতে যায়। ওই বাড়ি একটি ঘরে তরিকুল ও তার বান্ধবী এবং ফয়সাল, আলামিন ও রাহুল নামের তিন যুবক কথা বলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত হাসান, সজিব, রুবেল ও বিজয় উক্ত ঘরে প্রবেশ করে তরিকুল ও তার বান্ধবীকে বলে “এখানে তোরা কি করছিস”? পরে তরিকুলসহ ঐ চার জনকে ঘর থেকে বের করে দেয় আসামীরা। পরে ঐ ছাত্রীকে ঘরের ভিতর আটকে রেখে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার শিবালয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ হোসেন বলেন, স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৪ আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।